ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পিঁপড়া পাচার !

দ্য গার্ডিয়ান

প্রকাশিত: ২৩:৪০, ২৫ এপ্রিল ২০২৫

পিঁপড়া পাচার !

পিঁপড়া

অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাচ্ছে না পিঁপড়াও। ক্ষুদ্র এই জীবগুলোকে টিউববন্দি করে অর্থ উপার্জনের আশায় পাচার করা শুরু হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। পিঁপড়া পাচারের ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ কেনিয়াতে। দেশটির বনাঞ্চলগুলো বিভিন্ন বণ্যপ্রাণীর পাচারের জন্য আগে থেকেই কুখ্যাত।

চলতি মাসের শুরুর দিকে অন্যদিনের মতো দায়িত্ব পালন করছিলেন কেনিয়ার বন্যপ্রাণী সেবার (কেডব্লিউএস) কর্মকর্তারা। এ সময় ব্যাপক সংখ্যক পিঁপড়া পাচারের দায়ে দুই বেলজিয়াম তরুণকে আটক করে তারা। অভিযানটি ছিল সবচেয়ে ছোট প্রাণীর পাচার রোধে সবচেয়ে বড় অভিযান। কারণ উদ্ধার করা প্রাণীগুলো ছিল ১৮ থেকে ২৫ মিলিমিটার দৈর্ঘ্যরে পিঁপড়া।
ওগুলোকে এশিয়া ও ইউরোপের বাজারে পাচারের জন্য ওই দুই তরুণ একটি কাভার্ড ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানান কেডব্লিউএস কর্মকর্তারা। সিরিঞ্জ ও টিউবের মধ্যে তুলা ভরে তার মধ্যে পিঁপড়াগুলোকে রাখা হয়েছিল। এই পরিবেশে পিঁপড়ারা বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারে বলে জানান কর্মকর্তারা। সূত্র : দ্য গার্ডিয়ান

×