ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জর্ডানের নিষিদ্ধ হচ্ছে মুসলিম ব্রাদারহুড!

প্রকাশিত: ২১:০০, ২৫ এপ্রিল ২০২৫

জর্ডানের নিষিদ্ধ হচ্ছে মুসলিম ব্রাদারহুড!

ছবি: সংগৃহীত

জর্ডানে ইসলামপন্থি বিরোধী গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

গত বুধবার (১৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রী মাজেন আল-ফারায়া এই ঘোষণা দেন। তিনি জানান, “মুসলিম ব্রাদারহুড গোষ্ঠীর একজন নেতার পুত্র সম্প্রতি এক নাশকতামূলক পরিকল্পনায় সম্পৃক্ত ছিল—এমন প্রমাণ পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎক্ষণাৎ এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। দলটির রাজধানী আম্মানে অবস্থিত প্রধান কার্যালয় সিলগালা করা হয় এবং তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এই সংগঠনের সদস্যরা গোপনে দেশকে অস্থিতিশীল করতে পারে এমন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। জাতীয় ঐক্য, নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের কার্যকলাপ বরদাশত করা হবে না।”

মন্ত্রীর ভাষায়, মুসলিম ব্রাদারহুডের যেকোনো কার্যক্রম এখন থেকে আইনবিরুদ্ধ হিসেবে বিবেচিত হবে এবং সংগঠনটির মতাদর্শ প্রচারকারীদেরও আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, মুসলিম ব্রাদারহুড কয়েক দশক ধরে জর্ডানে রাজনৈতিক কার্যক্রম চালালেও, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মতো দেশগুলোতে আগেই এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এখন জর্ডানও সেই পথেই হাঁটলো।

ফারুক

×