ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে পর্যটকদের বাঁচাতে গিয়ে যেভাবে নিজের জীবন দিয়ে দিলেন মুসলিম যুবক

প্রকাশিত: ২০:৩৬, ২৫ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:৩৭, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীরে পর্যটকদের বাঁচাতে গিয়ে যেভাবে নিজের জীবন দিয়ে দিলেন মুসলিম যুবক

ছবি: সংগৃহীত

নির্বিচারে হামলার সেই বিভীষিকাময় বিকেলে কাশ্মীরের পহেলগাম যেন রূপ নেয় এক মানবিকতার মহারণ্যে। ২২ এপ্রিল বিকেলে যখন বন্দুকধারীদের গুলিতে একের পর এক পর্যটক নিহত হচ্ছিলেন, ঠিক তখনই দৃশ্যপটে আবির্ভূত হন আদিল হোসেন শাহ—একজন তরুণ কাশ্মীরি, একজন মুসলিম, তবে তার পরিচয়ের সবচেয়ে বড় দিক হলো, তিনি ছিলেন এক অসাধারণ মানবিক মানুষ।

আদিল কোনো পর্যটক ছিলেন না, কোনো বহিরাগতও নন। তিনি ছিলেন ঐ এলাকারই বাসিন্দা। হামলাকারীদের একজনকে সামনে পেয়েই নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন তার ওপর। অস্ত্র কাড়ার চেষ্টা করেন, বাঁচাতে চান আরও অনেক প্রাণ। কিন্তু শেষ পর্যন্ত গুলিতে বিদ্ধ হয়ে জীবন দিতে হয় তাকে। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, নিহত ২৬ জনের মধ্যে একমাত্র স্থানীয় ছিলেন আদিল—এটাই বোঝাতে যথেষ্ট যে তিনি অন্যদের প্রাণ বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

আদিলের এই আত্মত্যাগ শুধু একটি প্রাণের বিলোপ নয়, বরং একটি অদম্য সাহসিকতার প্রতীক হয়ে উঠেছে। ধর্মীয় বিভাজনের আগুন যখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখন আদিলের এই মানবিক সাহস কাশ্মীরকে দিয়েছে এক নতুন পরিচয়।

তার পাশে ছিলেন আরেক মানবিক চিত্র—সাজ্জাদ আহমেদ বাট। তিনি পেশায় একজন শাল বিক্রেতা। ইন্ডিয়া টুডে ও ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার কাছে ধর্মের আগে মানবতা। পর্যটকদের চোখের জল দেখে নিজেও কেঁদেছি।" সাজ্জাদ আহতদের পানি খাইয়ে, কাঁধে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

এই দুই তরুণের গল্প গোটা দক্ষিণ এশিয়ার মানুষকে আবার মনে করিয়ে দিয়েছে—ধর্ম নয়, মানুষের পাশে দাঁড়ানোর সাহসিকতাই প্রকৃত পরিচয়। এই গল্প এখন কাশ্মীর পেরিয়ে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। জাতিসংঘ এই ঘটনার পর ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্যের আহ্বান জানিয়েছে, তবে সবচেয়ে বড় বার্তাটি উঠে এসেছে স্থানীয়দের পক্ষ থেকেই—ভেদাভেদের মুখে জেগে ওঠা এক শুদ্ধ মানবতার বার্তা।

আদিল ও সাজ্জাদ আজ কাশ্মীরের মাটি থেকে গোটা উপমহাদেশকে মনে করিয়ে দিচ্ছেন, অন্ধকার যত গভীরই হোক, আলো ঠিকই এসে পড়ে… আর সেই আলো জ্বালান মানুষরাই—যারা সাহস করে মানবতার পাশে দাঁড়ায়।

ফারুক

×