
ছবি: সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। এই মর্মান্তিক ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারত। হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ২৬ বছর পর কাশ্মীর ইস্যুতে আবারো যুদ্ধের মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। তবে এবার সংঘর্ষ শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বিশ্লেষকদের মতে, তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হতে পারে চীনও।
নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে চীনের সীমান্তবর্তী পাঁচটি বিমানঘাঁটি আধুনিকীকরণের কার্যক্রম। সম্প্রতি NDTV -এর বরাতে জানা গেছে, ২০২৪ সাল থেকেই এই বিমানঘাঁটিগুলোতে শক্তি বাড়ানোর কাজ চালাচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি। বিমানঘাঁটিগুলোর নাম টিংরি, লুহুজি, বুরাং, ইউটিয়ান ও ইয়ারকান্ড। এখানে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক স্পেস ইঞ্জিন টেস্ট প্যাড, সাপোর্ট স্ট্রাকচারসহ নানা প্রযুক্তি।
এই ঘটনাকে ভারতের জন্য একটি "শকওয়েভ" হিসেবে দেখছে দেশটির সামরিক বাহিনী। স্যাটেলাইট চিত্রের মাধ্যমে চীনা কার্যক্রমের প্রমাণ পেয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। এর ফলে অরুণাচল প্রদেশ ও লাদাখে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
গোয়েন্দা বিশ্লেষক ড্যামিয়েন সাইমনের মতে, পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের ইঙ্গিতে নিজেদের অবস্থান দৃঢ় করছে চীন। এটি প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বৃহৎ ভূ-রাজনৈতিক কৌশলের অংশ বলেও ধারণা করছেন তিনি। Defence Times-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, চীন বর্তমানে ভারতের আশেপাশে গোয়েন্দা এয়ারক্রাফট ও হাই অল্টিটিউড লং ইন্ডিউরেন্স ড্রোন ব্যবহার বাড়িয়েছে। এই ড্রোনগুলো ৫০০ ফুট উচ্চতায় দীর্ঘ সময় ভেসে থাকতে সক্ষম, যা হিমালয় সীমান্তে ভারতের নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, গত ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির কাশ্মীর দখলের হুমকি দেন। তিনি বলেন, “কাশ্মীর নিয়ে আমরা তিনটি যুদ্ধ করেছি, প্রয়োজনে আরও ১০টি যুদ্ধ করতে প্রস্তুত।” এরপর এপ্রিলের শুরুতেই অস্ত্রবিরতি লঙ্ঘন করে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে অতর্কিতে গুলিবর্ষণ চালায় পাকিস্তানি সেনারা, যার ফলে কেঁপে ওঠে কাশ্মীরের পুঞ্চ জেলা।
ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ করা পাক সেনাদের ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
পেহেলগামে ২৬ পর্যটক নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি চীনও প্রকাশ করেছে নিন্দা। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন, চীন সীমান্তে বিমানঘাঁটি শক্তিশালী করে এক ধরনের পরোক্ষ হুমকি দিচ্ছে ভারতকে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/jsZZBcrTs40?si=5DJhDkVTQSOhbHf9
এম.কে.