ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মস্কোয় বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

প্রকাশিত: ২০:১৯, ২৫ এপ্রিল ২০২৫

মস্কোয় বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। শুক্রবার ডেইলি মেইলের অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মস্কো অঞ্চলের বালাশিখার বুলভার শহরে একটি গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। খবর বিবিসির।
বিস্ফোরণটি কীভাবে ঘটল, কারা এতে জড়িত তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংবামাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাড়ি বিস্ফোরণে রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টরেটের উপ-প্রধান মেজর জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা যায়নি। রাশিয়ান সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, পার্ক করা গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। বুধবার রাতভর এই হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের তীব্র সমালোচনা করেছেন। এ সময় ট্রাম্প রাশিয়ার হামলায় মোটেও খুশি নন বলেও জানান। চলতি বছরের সবচেয়ে বড় এই হামলাকে ট্রাম্প অপ্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, খুব খারাপ সময় এই হামলা চালানো হলো। কারণ ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে শান্তি চুক্তি করতে  কাজ করছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ৯০ জন আহত হয়েছেন।

প্যানেল

×