ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

কাশ্মীর ইস্যুতে দল-মত ভুলে একজোট বিরোধীরা, বললেন রাহুল গান্ধী

প্রকাশিত: ১৯:৪২, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীর ইস্যুতে দল-মত ভুলে একজোট বিরোধীরা, বললেন রাহুল গান্ধী

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় ভারতের বিরোধীদলগুলো একযোগে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছে। রবিবার দিল্লিতে আয়োজিত এক সর্বদলীয় বৈঠকে দেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সরকার যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে বলে জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে।

বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “সব রাজনৈতিক দল এই হামলার নিন্দা করেছে। আমরা সরকারকে পুরোপুরি সমর্থন করছি। কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে সরকার যে কোনো অ্যাকশন নিতে পারে, আমরা পাশে আছি।”

বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “এটা কোনো দলীয় বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কাশ্মীরে শান্তি অটুট রাখা সবার দায়িত্ব।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পেহেলগামের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও প্রতিকারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপত্যকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

রাজু

×