
পাকিস্তানের সিনেটে সর্বসম্মতিক্রমে ভারতবিরোধী বিল পাস। ছবি: ডন
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলাকে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) এক বৈঠক শেষে দেশটির পক্ষ থেকে জানানো হয়, “ভারত যেন এই ধরনের পরিকল্পিত হামলা ঘটিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা থেকে বিরত থাকে।”
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
এ ঘটনার পরদিন, শুক্রবার পাকিস্তানি সিনেট সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গ্রহণ করে। এতে বলা হয়, “কাশ্মীর হামলার সঙ্গে পাকিস্তানকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” প্রস্তাবটি উপস্থাপন করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
তিনি আরও বলেন, “পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, হোক তা পানি-সন্ত্রাস কিংবা সামরিক উসকানির বিরুদ্ধে।”
সিনেটের প্রস্তাবে ভারতের ‘পরিকল্পিত ও অসৎ প্রচারাভিযান’-এরও কড়া সমালোচনা করা হয় এবং আঞ্চলিক উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানানো হয়।
পাকিস্তান সরকারের দাবি ঘিরে নতুন করে দ্বিপাক্ষিক উত্তেজনা সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে।
রাজু