ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা: সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে?

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ এপ্রিল ২০২৫

ভারত-পাকিস্তান যুদ্ধের আশঙ্কা: সামরিক শক্তির তুলনায় কে এগিয়ে?

ছবি: সংগৃহীত।

ভারতের দুই চোখের কাটা পাকিস্তান। একই অবস্থা পাকিস্তানের ক্ষেত্রেও। কেউ কাউকে এক চুলও সহ্য করতে পারে না। পান থেকে চুন খসলেই বেজে ওঠে যুদ্ধের দামামা। কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এরই মধ্যে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনাও ঘটেছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে আবারও সামনে এসেছে দুই দেশের সামরিক সক্ষমতার তুলনা। অনেকেই হিসাব কষা শুরু করেছেন—এই মুহূর্তে যুদ্ধ হলে কে জয়ী হবে, বা কে এগিয়ে থাকবে।

সামরিক শক্তিতে ভারত এগিয়ে

‘গ্লোবাল ফায়ার পাওয়ার’-এর তথ্য অনুযায়ী, সামরিক শক্তির নিরিখে বিশ্বের চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানের অবস্থান ১২ নম্বরে।

ভারতের মোট সক্রিয় সেনা সংখ্যা ১৪ লাখ ৫৫ হাজার। পাশাপাশি, প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যা ২৫ লাখেরও বেশি। বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ হিসেবে ভারতের রিজার্ভ সেনা সংখ্যাও অনেক বড়। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।

অপরদিকে, পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৮০০ জন। রিজার্ভ সেনা রয়েছে ২ লাখ ৮২ হাজার।

যুদ্ধাস্ত্র ও প্রযুক্তিগত সক্ষমতা

রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে রয়েছে ৪,২০১টি ট্যাংক, যেখানে পাকিস্তানের রয়েছে ২,৬২৭টি। ভারতের মোট এয়ারক্রাফট ২,২২৯টি, আর পাকিস্তানের বহরে আছে ২,৩৯৯টি। তবে যুদ্ধবিমানের ক্ষেত্রে ভারত এগিয়ে—তাদের আছে ৫১৩টি যুদ্ধবিমান, আর পাকিস্তানের রয়েছে ৩২৮টি।

হেলিকপ্টার সংখ্যাতেও ভারত এগিয়ে আছে—৮৯৯টি হেলিকপ্টার রয়েছে তাদের বহরে। পাকিস্তানের আছে ৩৭৩টি। অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যায় ভারতের হাতে আছে ৮০টি, পাকিস্তানের ৫৭টি।

পারমাণবিক শক্তির দিক থেকেও দুই দেশ প্রস্তুত

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ‘ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট’-এর মার্চ মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কাছে রয়েছে আনুমানিক ১৮০টি পারমাণবিক অস্ত্র। পাকিস্তানের ভাণ্ডারে আছে ১৭০টি।

নৌ ও আর্টিলারিতে পার্থক্য

নৌবাহিনীর দিক থেকেও ভারত এগিয়ে। মোদি সরকারের নেতৃত্বাধীন ভারতীয় নৌবাহিনীর বহরে আছে ১৮টি সাবমেরিন, আর পাকিস্তানের আছে মাত্র ৮টি। তবে স্বয়ংক্রিয় কামানের (আর্টিলারি) সংখ্যায় পাকিস্তান এগিয়ে—তাদের আছে ৬৬২টি আর্টিলারি, যেখানে ভারতের রয়েছে মাত্র ১০০টি।

সামরিক বিশ্লেষকদের মতামত

তবে যুদ্ধ শুধুমাত্র সামরিক শক্তির ওপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সেনাদের মনোবল—সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিত্রদের সহায়তা এবং আধুনিক প্রযুক্তির যুগে যুদ্ধ মানেই বিপর্যয়। উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

নুসরাত

×