ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পানির জন্য পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান?

প্রকাশিত: ১৮:৪৩, ২৫ এপ্রিল ২০২৫

পানির জন্য পারমাণবিক বোমা ব্যবহার করবে পাকিস্তান?

ছবি: সংগৃহীত।

ভারতে পেহেলগাম গ্রামে সন্ত্রাসী হামলার পর, দিল্লি পাকিস্তানের ওপর দায় চাপিয়ে ব্যবস্থা গ্রহণ করেছে। পাকিস্তান দাবী করেছে যে, হামলাটি সাজানো। এরই মধ্যে, ভারত একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা।

বিশেষজ্ঞরা বলছেন, ভারত এই নদীগুলোর প্রাকৃতিক প্রবাহ সম্পূর্ণরূপে থামাতে সক্ষম হবে না, তবে কিছু জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পানি আটকে রাখা সম্ভব হতে পারে।

ভারত চেনাব নদীর উপর নির্মিত বাগলি বাধ থেকে প্রায় ১৫ লাখ একর ফুট পানি সংরক্ষণ করতে সক্ষম। যদি ভারত এই পানি আটকে রাখে, তবে শুষ্ক মৌসুমে পাকিস্তানের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে, কারণ প্রতিবছর ১৩ কোটি ১৫ লাখ একর ফুট পানি পাকিস্তানকে প্রবাহিত হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকরা ভারতের এই পদক্ষেপকে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি বড় বাধা হিসেবে দেখছেন, যা কেবল পানি নিয়ন্ত্রণের কৌশল নয় বরং একটি রাজনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা। যদিও চুক্তি স্থগিত থাকলেও, পানির প্রাকৃতিক প্রবাহ অব্যাহত থাকবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। তবে, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে পাকিস্তানের নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতির জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হতে পারে।

পাকিস্তান এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, "সিন্ধুর পানি পাকিস্তানি জনগণের ২৪ কোটি জীবন রক্ষা করে। যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, তবে এটি যুদ্ধের সূচনা হিসেবে বিবেচিত হবে, এবং পাকিস্তান সর্বোচ্চ শক্তি দিয়ে এর প্রতিহত করবে।"

সূত্র: https://www.youtube.com/watch?v=bILQibqaWe0

সায়মা ইসলাম

×