ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মোদি-নেতানিয়াহুর জরুরী আলোচনা: যা জানা গেল!

প্রকাশিত: ১৮:১৭, ২৫ এপ্রিল ২০২৫

মোদি-নেতানিয়াহুর জরুরী আলোচনা: যা জানা গেল!

ছবি: সংগৃহীত

কাশ্মীর হামলার প্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্কে যে অবনতি শুরু হয়েছে, তা যদি অব্যাহত থাকে তবে শুধু দুই দেশের জন্যই নয়, গোটা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি পেহেলগামের হামলার তীব্র নিন্দা জানিয়ে ভারতের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স (সাবেক টুইটার)–এ পোস্ট করে জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মোদিও নেতানিয়াহুকে জানান, এই হামলার পেছনে যারা রয়েছে এবং যারা তাদের মদত দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতেই ভারত প্রতিজ্ঞাবদ্ধ।

নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলের সহমর্মিতা গ্রহণ করে ধন্যবাদ জানিয়েছেন এবং জানান, ভারত-ইসরায়েল সন্ত্রাসবিরোধী বৈশ্বিক লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

ভারতের সিন্ধু পানি চুক্তি বাতিলের হুমকি এবং পাকিস্তানের পরমাণু ইঙ্গিতের প্রেক্ষাপটে উভয় দেশের সীমান্ত অঞ্চলে সামরিক তৎপরতা বেড়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে, বিশেষত জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে।

ফারুক

×