ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

স্মরণকালের ভয়াবহ রুশ হামলা ইউক্রেনে, ট্রাম্প বললেন পুতিন স্টপ

প্রকাশিত: ১৪:৫৬, ২৫ এপ্রিল ২০২৫

স্মরণকালের ভয়াবহ রুশ হামলা ইউক্রেনে, ট্রাম্প বললেন পুতিন স্টপ

ছবিঃ সংগৃহীত

রুশ সেনাবাহিনী বুধবার গভীর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১২ জন নিহত ও ৯০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার রয়টার্স-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরে এটি কিয়েভে রাশিয়ার সবচেয়ে বড় হামলা বলে দাবি করা হয়েছে।

এই হামলাকে চলতি বছরের “সবচেয়ে প্রাণঘাতী হামলা” হিসেবে উল্লেখ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিয়েভ শহরের অন্তত ১৩টি স্থানে উদ্ধার কার্যক্রম চলছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি জায়গায় আগুন ধরে গেছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তেকোচেস্কো জানান, রাজধানীর সাবিয়াটোসিনস্কি জেলায় একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, কিয়েভে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ছিল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনাগুলোর ওপর “সম্পূর্ণ নির্ভুলভাবে” হামলা চালিয়েছে, যা বিমান, স্থল ও নৌপথ থেকে পরিচালিত হয়েছে।

এদিকে রাশিয়ার এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, “আমি কিয়েভে রাশিয়ার এই হামলায় মোটেও সন্তুষ্ট নই। এটি অপ্রয়োজনীয় এবং ঘটেছে একেবারে ভুল সময়ে—বিশেষত যখন আমি শান্তিচুক্তির জন্য চাপ দিয়ে যাচ্ছি। ভ্লাদিমির, থামো! প্রতি সপ্তাহে ৫,০০০ সৈন্য মারা যাচ্ছে। চল, আগে শান্তিচুক্তি সম্পন্ন করি।”

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমার বিশ্বাস, গতকালের আলোচনার ভিত্তিতে একটি শান্তিচুক্তির প্রস্তাব ট্রাম্পের টেবিলে রয়েছে। তবে আমি পরিষ্কারভাবে বলছি—আমাদের সংবিধান ও মূল্যবোধের পরিপন্থী কোনো কিছুই এই চুক্তিতে থাকতে পারবে না।”

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “শিগগিরই শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র হয়তো তাদের কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসতে পারে।”

তথ্যসূত্রঃ https://youtu.be/RyuYvP_m1cw?si=wmzCLr2Oz7_aAHhI

মারিয়া

×