
ছবি: সংগৃহীত
ভারত যদি পাকিস্তানের সীমান্ত অতিক্রম করে কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে, তাহলে চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আজাদ কাশ্মিরের প্রধানমন্ত্রী চৌধুরি আনোয়ারুল হক।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আজাদ কাশ্মিরের আইনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “পাকিস্তানের সীমা লঙ্ঘনের মতো সাহস ভারতের নেই। ভারত যা বলছে, সেই গল্প এখন আর কেউ বিশ্বাস করছে না।”
ভারতের বিরুদ্ধে কূটনৈতিক কৌশলের আড়ালে ‘চাণক্যনীতি’ অনুসরণের অভিযোগ তোলেন আনোয়ারুল হক। তিনি বলেন, “ভারত কূটনীতির মুখোশ পরে ছুরি মারছে। এ ধরনের আচরণ এখন আর বিশ্ববাসীর অজানা নয়।”
ভারত আজাদ কাশ্মিরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন তিনি। তার ভাষায়, “ভারত যদি কোনো রকম দুঃসাহস দেখায়, তাহলে আমরা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত।”
তিনি আরও অভিযোগ করেন, গত এক বছর ধরে ভারত ধারাবাহিকভাবে “পানির আগ্রাসন” চালিয়ে যাচ্ছে। পূঁছ ও নীলম নদীর প্রবাহ ঘুরিয়ে দেওয়ার উদ্যোগের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন আজাদ কাশ্মিরের এই নেতা।
মোদি সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ এনে আনোয়ারুল হক বলেন, “কানাডা থেকে শুরু করে কাশ্মির পর্যন্ত মোদির ভারত রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করছে। আজ বিশ্ব এই বাস্তবতা সম্পর্কে সচেতন।”
আসিফ