
মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে সন্ত্রাসী হামলায় একচ্ছত্রভাবে পাকিস্তানকে দায়ী করার প্রতিক্রিয়া স্বরূপ এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ প্রমাণ ছাড়াই দাবি করেছেন, পাহেলগামের হামলাটি “পরিকল্পিত” এবং এতে পাকিস্তানের জড়িত থাকার ভারতের দাবি তিনি প্রত্যাখ্যান করেন।
পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বেড়ে যাওয়ায়, পাকিস্তান পাল্টা একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারত যদি সিন্ধু নদ থেকে পানি সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তা “যুদ্ধের ঘোষণার” সমান বলে বিবেচিত হবে। কারণ, নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে দীর্ঘদিনের পানি বণ্টন চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন, পেহেলগাম হামলার বন্দুকধারীদের “পৃথিবীর শেষ প্রান্ত” থেকেও খুঁজে বের করা হবে।
ভারত-শাসিত কাশ্মীরের পুলিশ জানিয়েছে, তারা হামলায় জড়িত তিন সন্দেহভাজনকে শনাক্ত করেছে, যাদের মধ্যে দুইজন পাকিস্তানের নাগরিক।
সূত্র: আল জাজিরা
মুমু