ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭টি বিস্ফোরক সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:০৪, ২৫ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলা: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৭টি বিস্ফোরক সিদ্ধান্ত

ছবিঃ সংগৃহীত

পেহেলগাম হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রেক্ষিতে মাত্র দুই দিনের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সাতটি বড় পদক্ষেপ নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের এবং তাদের মদতদাতাদের “চিহ্নিত, অনুসরণ ও শাস্তি দেওয়ার” প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারতের সাতটি বড় সিদ্ধান্তঃ

১. সিন্ধু জলচুক্তি স্থগিত:  
বুধবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে নানা পদক্ষেপের অংশ হিসেবে ১৯৬০ সালের বিশ্বব্যাংকের মধ্যস্থতায় গৃহীত সিন্ধু জলচুক্তি স্থগিত করার ঘোষণা দেয়। ভারত জানিয়েছে, পাকিস্তান যদি সীমান্ত পেরিয়ে সন্ত্রাসে মদদ দেওয়া বন্ধ না করে, তাহলে এই চুক্তি পুনরায় কার্যকর হবে না।

২. পাকিস্তানের তিন সামরিক সংযুক্তিকে বহিষ্কার ও দূতাবাস কর্মী কমানো:
পাকিস্তানের দিল্লির হাই কমিশনে কর্মরত তিন সামরিক সংযুক্তিকে বহিষ্কার করা হয়েছে এবং স্টাফ সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৩. SAARC ভিসা ছাড় সুবিধা স্থগিত:  
পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন, পাকিস্তানি নাগরিকদের SAARC ভিসা ছাড় স্কিম (SVES) এর অধীনে ভারত সফরের অনুমতি আর থাকবে না। বর্তমানে যেসব পাকিস্তানি নাগরিক এই ভিসায় ভারতে আছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে।

৪. আটারি ইন্টিগ্রেটেড চেক পোস্ট বন্ধ:  
দুই ঘণ্টার বেশি স্থায়ী ক্যাবিনেট সিকিউরিটি কমিটির (CCS) বৈঠকে আটারি সীমান্ত চেক পোস্ট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বৈধ অনুমোদন নিয়ে যারা ইতোমধ্যেই প্রবেশ করেছেন, তারা ১ মে’র মধ্যে ফিরে যেতে পারবেন।

৫. পাক হাই কমিশনের সামরিক উপদেষ্টাদের 'পার্সোনা নন গ্রাটা' ঘোষণা:  
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে এবং তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি, ইসলামাবাদে নিযুক্ত ভারতের সামরিক উপদেষ্টাদেরও ফিরিয়ে আনা হবে।

৬. পাকিস্তানি নাগরিকদের ভিসা সেবা স্থগিত:
বৃহস্পতিবার ভারত অবিলম্বে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা সেবা স্থগিত করার ঘোষণা দেয়। ২৭ এপ্রিল থেকে ভারতে প্রদত্ত সব বিদ্যমান বৈধ ভিসাও বাতিল বলে গণ্য হবে। তবে চিকিৎসা ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। যেসব পাকিস্তানি নাগরিক বর্তমানে ভারতে রয়েছেন, তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করতে হবে।

৭. আটারি সীমান্তে রিট্রিট অনুষ্ঠান সীমিত করা হয়েছে:
সীমান্ত নিরাপত্তা বাহিনী (BSF) জানিয়েছে, আটারি, হুসাইনিওয়ালা ও সাদকি সীমান্তে প্রতিদিন অনুষ্ঠিত হওয়া পতাকা নামানো এবং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন সীমিত করা হয়েছে। এই অনুষ্ঠান বহু বছর ধরে স্থানীয় ও বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল।

এই সাতটি সিদ্ধান্ত ভারতের কঠোর বার্তা বহন করছে—সন্ত্রাস ও তার মদতদাতাদের বিরুদ্ধে কোনও রকম আপস হবে না।

সূত্র: দ্যা ট্রিবিউন

মুমু

×