ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

অবরুদ্ধ ভারত, কাশ্মীর প্রশ্নে বাণিজ্য যুদ্ধে ভারত-পাকিস্তান!

প্রকাশিত: ০৫:২৩, ২৫ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ ভারত, কাশ্মীর প্রশ্নে বাণিজ্য যুদ্ধে ভারত-পাকিস্তান!

ছবিঃ সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান-ভারত সম্পর্ক। ভয়াবহ এ হামলায় পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর জেরে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। এর অংশ হিসেবে ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিলসহ ওয়াঘা সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। একই সঙ্গে নিজেদের আকাশসীমায় ভারতীয় মালিকানাধীন অথবা ভারত পরিচালিত সব বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। এছাড়াও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তারা জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্য ভারতে প্রবেশ কিংবা ভারত থেকে বের হতে পারবে না। ওয়াঘা সীমান্তের অর্থনৈতিক ও ভৌগোলিক গুরুত্ব যথেষ্ট। এটি পাকিস্তানের সঙ্গে ভারতের প্রথম এবং একমাত্র কার্যকর স্থলবন্দর। দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত। এই চেকপোস্টের মাধ্যমে শাকসবজি, সয়া পণ্য এবং প্লাস্টিক সামগ্রীর মতো পণ্য রপ্তানি করে ভারত। এই চেকপোস্ট বন্ধ হয়ে গেলে প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যাহত হবে, যার ফলে ভারতে বাড়বে পণ্যের দাম।

এছাড়াও পাকিস্তানি স্থলপথ ব্যবহার করতে না পারায় আন্তর্জাতিক বাণিজ্যেও বাধাগ্রস্ত হবে ভারত।

এদিকে বিশ্লেষকরা বলছেন, বিমান চলাচল বন্ধ হওয়ায় নতুন করে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে পারমাণবিক ক্ষমতাধর দুই প্রতিবেশী দেশ।

সূত্রঃ https://youtu.be/3IG6zxU2Bp4?si=1JmPmoB090fKYb9F

ইমরান

×