
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি ভারতের কাশ্মীরে ঘটে যাওয়া হামলার রেশ যেন কাটছেই না। ভারতের জনপ্রিয় পর্যটন এলাকা জম্মু–কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছেন।
পর্যটক নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক মিডিয়া সাক্ষাৎকারে বলেন, “ওর মাথা গুঁড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপকা বেটা! নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ।”
সাক্ষাৎকারে এক মিডিয়াকর্মী বিজেপি নেতাকে বলেন, “পহেলগাম ঘটনার পর পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে আপনি কী মনে করেন?”
জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “গুঁড়িয়ে দেওয়া উচিত ওর মাথা, ওর মাথাটা গুঁড়িয়ে দেওয়া উচিত। ইসরায়েল বাপকা বেটা! নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। গাজাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছে, তাই না? কিছু নেই, শুধু ঘাস! এটাও একদম লেভেল করে দেওয়া উচিত।”
সূত্রঃ https://www.facebook.com/watch/?v=986438843678703&rdid=1mjznsnrzcy4Yder
ইমরান