
তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি মর্মর সাগরের দক্ষিণাঞ্চলে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া।
ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল প্রায় ১৩ সেকেন্ড। এর পর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অন্তত ১৮৫ বার আফটারশক অনুভূত হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ (AFAD) জানিয়েছে, ভূমিকম্পের ঠিক পরপরই মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৫১টি আফটারশক হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল ৫.৯ মাত্রার।আচমকা এই কম্পনে শহরের ভবনগুলো কেঁপে ওঠে, আতঙ্কে অনেক মানুষ বাসাবাড়ি ও অফিস ফেলে রাস্তায় নেমে আসেন।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কোকা মেমিসোগলু এক্স প্ল্যাটফর্মে জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১৭৩ জনই ইস্তাম্বুলের বাসিন্দা। গুরুতর অবস্থায় অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় কাজ করে যাচ্ছে। জনসাধারণকে সতর্ক ও নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র : lbc.co.uk
রাজু