
ছবি: সংগৃহীত
টানা ১৩ বছর ধরে ব্যবসা পরিচালনার পর থাইল্যান্ডে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা। প্রতিষ্ঠানটি আগামী ২৩ মে থেকে দেশটিতে সকল ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, জার্মানভিত্তিক মালিকানাধীন কোম্পানি ‘ডেলিভারি হিরো’ এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, থাইল্যান্ডের তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে দীর্ঘ সময় ধরে লাখ লাখ ডলার লোকসান গুনতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে স্থানীয় বাজারের বাস্তবতা আর সামঞ্জস্যপূর্ণ নয়।
২৩ এপ্রিল বুধবার থাই সময় এক বিবৃতিতে ফুডপান্ডা থাইল্যান্ড জানিয়েছে, আমরা গত ১৩ বছর ধরে এই দেশে গর্বের সঙ্গে সেবা দিয়ে এসেছি। তবে এখন সময় এসেছে বিদায় জানানোর।
প্রতিষ্ঠানটি তাদের গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার এবং রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এসএফ