ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

প্রকাশিত: ২১:৩৪, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কাশ্মীরের বাইসারান উপত্যকায় পর্যটকদের ওপর চালানো ওই হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পর কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্ট (কেআরএফ) নামের একটি সংগঠনের সদস্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। কেআরএফ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা বলে জানিয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে প্রায় ২০ মিনিট ধরে হামলাকারীরা গুলি চালায় পর্যটকদের ওপর। হামলাকারীদের স্কেচ প্রকাশ করে তল্লাশি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজনদের ধরতে শুরু হয়েছে ব্যাপক অভিযান ও ধরপাকড়।

এসএফ

×