ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

দাবানলের কবলে যুক্তরাষ্ট্র-ইসরাইল

প্রকাশিত: ২১:১৪, ২৪ এপ্রিল ২০২৫

দাবানলের কবলে যুক্তরাষ্ট্র-ইসরাইল

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুক্তরাষ্ট্রের নিউজার্সির ওশেন কাউন্টির ১৩ হাজার একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এদিকে ইসরাইলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়ছে তীব্র আগুন। দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউজার্সি। জোন্স রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে ১৩ হাজার একরের বেশি জমিতে। বৃহস্পতিবার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনো পুরোপুরি নেভেনি। খবর ইরনার।
দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউজার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরাইল। তাপমাত্রার পারদ চরমে উঠলে বৃহস্পতিবার বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে। তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাভ তারুম এলাকায় ছড়িয়ে পড়ে। এরমধ্যেই শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কে গাড়িচালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন। রেললাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বৃহস্পতিবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে। প্রতিবেদন মতে, বেইত শেমেশ এলাকায় অগ্নিকাণ্ডের ফলে এশতাওল, বেইত মেইর এবং মেসিলাত জিওন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ ওই এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা (রুট ৩৮) বন্ধ করে দিয়েছে। ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন, এ আগুনে ৯ জন সামান্য আহত হয়েছেন। যার মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুই জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ আগুন নেভানোর জন্য ছয়টি জেলা থেকে অগ্নিনির্বাপকদের তালিকাভুক্ত করেছে এবং ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে। বেইত শেমেশের উত্তরে দাবানল নেভাতে প্রায় ১১০টি অগ্নিনির্বাপক দল, ৮টি অগ্নিনির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টার কাজ করছে। এদিকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্যানেল

×