ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যুদ্ধ বন্ধে ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

প্রকাশিত: ২১:০৭, ২৪ এপ্রিল ২০২৫

যুদ্ধ বন্ধে ট্রাম্পের চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান জেলেনস্কির

যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে চুক্তি করতে রাজি হলেও রাশিয়া অধিকৃত ইউক্রেনের কোনো অঞ্চলকে স্বীকৃতি দেবেন না বলে জানিয়েছেন তিনি। জেলেনস্কির এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, জেলেনস্কির এ ধরনের মন্তব্য চলমান আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেছেন, শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করার জন্য জেলেনস্কিই দায়ী। খবর সিএনএনের।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তি আলোচনা অনেকটাই এগিয়েছিল। কিন্তু ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছেন। তিন বছরেরও বেশি সময় ধরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই সংঘাতের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েক দফার আলোচনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে রাশিয়া এখনও এ বিষয়ে সম্মতি জানায়নি। এ নিয়ে পক্ষগুলোর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনার টেবিলে যখন যুদ্ধবিরতির খসড়া তখনও পাল্টাপাল্টি হামলায় ব্যস্ত মস্কো-কিয়েভ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহরে বৃহস্পতিবার ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে শ্রমিকসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইউক্রেনও। যুদ্ধের ময়দানে বিভিন্ন অঞ্চলে দুপক্ষের সেনাদের মুখোমুখি লড়াইয়ের খবর পাওয়া গেছে।

প্যানেল

×