ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কাশ্মীর হামলায় কীভাবে বেঁচে গেলেন ২৩ পর্যটক

প্রকাশিত: ২০:৫৪, ২৪ এপ্রিল ২০২৫

কাশ্মীর হামলায় কীভাবে বেঁচে গেলেন ২৩ পর্যটক

ছবি সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে এই ঘটনার মধ্যে এক অদ্ভুত কাকতালীয় ঘটনাও ঘটেছে। তা হলো কেরালার এক দল পর্যটক অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

ইতিমধ্যেই ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পেহেলগামের যে পর্যটক স্পটটিতে হামলা হয়েছে, সেখানে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না। পর্যটকরা সেখানে ঘোড়ায় চড়ে বা পায়ে হেঁটে পৌঁছান। কিন্তু কেরালার ওই পর্যটক দল হামলার সময় সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তবে তাঁদের ভাগ্য ভালো ছিল। তারা ঘোড়াওয়ালার সঙ্গে দরদাম করতে গিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ট্যাক্সি করে অন্য জায়গায় চলে যান।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ওই পর্যটক দলের একজন জানান, ঘোড়াওয়ালা যেটি ভাড়া চেয়েছিল তা খুব বেশি ছিল। ফলে তারা অন্য ভ্রমণের পরিকল্পনা করেন। ট্যাক্সি করে যখন তারা পরবর্তী গন্তব্যে যাচ্ছিলেন। তখন রাস্তায় দৌড়ানো মানুষ ও দোকানপাট বন্ধ দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা হোটেলে ফিরে এসে টিভিতে হামলার খবর শুনতে পান।

আশিক

সম্পর্কিত বিষয়:

×