ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ভারতের, যা জানা গেল

প্রকাশিত: ২০:২৪, ২৪ এপ্রিল ২০২৫

পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা ভারতের, যা জানা গেল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ অভিযোগ করেছেন যে, ভারত পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। তিনি বলেন, তার কাছে এমন তথ্য রয়েছে যে, ভারত দেশের বিভিন্ন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের আয়োজন করছে। এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা নেবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।​

এর আগে কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কথা অস্বীকার করে আসিফ বলেন, এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই এবং তারা কোনো অবস্থাতেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। তিনি বলেন, "স্থানীয় কোনো সংঘর্ষে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তু করা উচিত নয়।"​

এদিকে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তানের যোগসাজশ রয়েছে বলে ভারতের অধিকাংশ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। কাশ্মীর রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করার পর ভারতীয় সংবাদমাধ্যমেও এ ধরনের প্রচার চলছে। এতে ভারতজুড়ে ক্ষোভ চরমে পৌঁছেছে। আবেগের বশবর্তী হয়ে অনেকেই সরকারের প্রতি পাকিস্তানে হামলার আহ্বান জানাচ্ছেন।​

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এ ব্যবস্থা অনির্দিষ্টকাল পর্যন্ত বহাল থাকবে। এ সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, চুক্তি স্থগিত করায় তা আপাতত ব্যাহত হবে।​

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কাশ্মীরে হামলার পর সরকার "সব সন্ত্রাসী ও তাদের সমর্থকদের চিহ্নিত, ট্র্যাক ও শাস্তি" দেবে। তিনি বলেন, হামলাকারী ও তাদের সমর্থকরা "তাদের কল্পনার বাইরে" প্রতিশোধের মুখোমুখি হবে।​

পাকিস্তান এই হামলার জন্য ভারতকে দায়ী করে বলেছে, এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা এবং পাকিস্তানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে, ভারতের দাবি অনুযায়ী, হামলার সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসীদের যোগসাজশ রয়েছে। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

শিহাব

×