ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

কূটনৈতিক রিপোর্টার ॥

প্রকাশিত: ২০:১৭, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৮, ২৪ এপ্রিল ২০২৫

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

ছবি: সংগৃহীত।

আগামী ২৭-২৮ এপ্রিল পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর আপাতত স্থগিত করেছে ইসলামাবাদ।বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, বর্তমান পারিপার্শ্বিক উত্তেজনার কারণে পররাষ্ট্রমন্ত্রীর সফর আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে দুই দেশের আলোচর ভিত্তিতে সুবিধাজনক সময়ে সফরসূচি নির্ধারিত হবে। 

দেড় দশক পর পাকিস্তানের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফরের পর যখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের করণীয় নির্ধারণ করছিল ঠিক তার তিনদিন আগে পররাষ্ট্রমন্ত্রীর সফরটি স্থগিত করা হলো। 

পাকিস্তান সরকার অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের মাননীয় উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ তারিখে বাংলাদেশ সফর করছেন না । পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার রাতে কাশ্মীরের পহেলগাও এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২৬জন পর্যটক নিহত হয়। সে ঘটনার পরবর্তীতে ভারতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত সরকার  এ হামলার দায় পাকিস্তানের উপর চাপায়। যদিও পাকিস্তান এ হামলার সঙ্গে জড়িত নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে। এই হামলার ফলশ্রুতিতে ভারতের মোদি সরকার পাকিস্তানের নাগরিকদের ভারত ত্যাগের ঘোষণা দেয় এবং পাকিস্থানের সঙ্গে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করে। পাকিস্তানও সিমলা চুক্তি বাতিলসহ ও পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধসহ আট পদক্ষেপ ঘোষণা করে। 

ভারত সরকার সে দেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গেও খারাপ ব্যবহার করে। এমতাবস্তায় ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উত্তেজনায় রুপ নেয়। এ উত্তেজনা পরিস্তিতে পাকিস্তান সরকার বাংলাদেশ সফর বাতিল করে।

সায়মা ইসলাম

×