
ছবি: সংগৃহীত
ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে। এক বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জওয়ান ভুলবশত সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশ করলে তাঁকে পাক রেঞ্জার্স আটক করে। আটক জওয়ান পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা পিকে সিংহ।
সূত্র অনুযায়ী, পিকে সিংহ জালোকে দোনা সীমান্তবর্তী এলাকায় জিরো লাইনে মোতায়েন ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি ভুল করে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেন এবং পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েন। পরে পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাঁর সঙ্গে ছিল একটি AK-47 রাইফেল ও একটি জলের বোতল।
কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় যখন ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই নতুন ঘটনাটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বুধবার রাতেই বিএসএফ ও পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। ভারতীয় পক্ষ থেকে জওয়ানকে অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। তবে পাকিস্তান এখনো তাঁকে হস্তান্তর করতে রাজি হয়নি।
সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারও হুসেনিওয়ালায় দুই পক্ষের মধ্যে আরেক দফা ফ্ল্যাগ মিটিংয়ের কথা থাকলেও পাক রেঞ্জার্স এতে অংশ নিতে অনীহা দেখিয়েছে। ভারতের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কূটনৈতিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
এখনো পর্যন্ত বিএসএফ বা ভারতীয় সেনার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে সরকারি সূত্র নিশ্চিত করেছে যে ওই জওয়ানকে নিরাপদে ফেরত আনতে সমস্ত কূটনৈতিক ও সামরিক পথ অনুসরণ করা হচ্ছে।
এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ভুলবশত সীমান্ত পার হওয়া ঠেকাতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে।
সূত্র: https://bengali.abplive.com/news/bsf-jawan-detained-by-pakistan-rangers-who-crossed-border-by-mistake-india-in-flag-meeting-1132151?
ফারুক