
ছবি : সংগৃহীত
ভারতে সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই পাকিস্তানকে দোষারোপ করার প্রবণতার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি জনতা। তাদের দাবি, ভারতের এমন আচরণ অযৌক্তিক ও হটকারী।
একজন নাগরিক মন্তব্য করেন, "ভারতে যখনই কোনো সন্ত্রাসী হামলা হয়, সঙ্গে সঙ্গে পাকিস্তানের দিকে আঙুল তোলে। অথচ কোনো সুষ্ঠু তদন্ত হওয়ার আগেই তারা দোষারোপ করে বসে।" তিনি আরও বলেন, "পাকিস্তান দুর্বল নয়, আমাদের সীমান্ত সুরক্ষিত, আমাদের সেনাবাহিনী প্রস্তুত এবং জাতি একতাবদ্ধ।"
পাকিস্তানি জনতার ভাষ্য, ভারতের ভেতরেই বহু আগে থেকে চরমপন্থা ও সন্ত্রাসবাদের শেকড় গেঁথে আছে, কিন্তু এসব সমস্যা উপেক্ষা করেই প্রতিবেশী দেশের দিকে দোষ ঠেলে দেয় তারা। আন্তর্জাতিক পর্যটকরা এলে হামলার ঘটনা ভারতের জন্য নতুন নয় বলেও মন্তব্য করেছেন অনেকে।
কাশ্মীর প্রসঙ্গেও তারা নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। তাদের বক্তব্য, ভারত যদি কাশ্মীর সমস্যার সমাধান করতে না পারে, তাহলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। পাকিস্তানি জনতার মতে, "কাশ্মীরকে জোর করে শাসন নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়া দরকার।"
তাদের হুঁশিয়ারি, যদি ভারত আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে পাকিস্তানও পাল্টা জবাব দিতে প্রস্তুত। এতে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়বে বলেই তারা মনে করেন। তদন্ত ছাড়া দোষারোপের কোনো ভিত্তি নেই বলেও দাবি তাদের।
এই ঘটনার পর পাকিস্তানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং তারা বলছে—"আমরা ভীত নই, আমরা প্রস্তুত।"
মারিয়া