ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পরমাণু শক্তিতে পাক-ভারত সমান সমান, সামরিক শক্তিতে কে এগিয়ে?

প্রকাশিত: ১৮:২১, ২৪ এপ্রিল ২০২৫

পরমাণু শক্তিতে পাক-ভারত সমান সমান, সামরিক শক্তিতে কে এগিয়ে?

ছবি : সংগৃহীত

পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও সামরিক উত্তেজনা দেখা দিয়েছে চিরবৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। শুরু হয়েছে দুই দেশের সামরিক শক্তি নিয়ে হিসাব-নিকাশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। পরিসংখ্যান বলছে, সেনা, বিমান ও নৌ শক্তিতে ভারত অনেকটাই এগিয়ে। তবে পরমাণু শক্তিতে দুই দেশেরই রয়েছে প্রায় সমান সক্ষমতা।

আলাদা দেশ হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ভারত ও পাকিস্তান একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। তবে দুর্বল অর্থনীতি ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে গত কয়েক দশকে পাকিস্তান অনেকটাই পিছিয়ে পড়েছে প্রতিবেশী ভারতের তুলনায়।

গ্লোবাল ফায়ার পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ হিসেবে ভারতের অবস্থান। এ তালিকায় পাকিস্তানের অবস্থান ১২তম। ভারতের যেখানে সামরিক সদস্য সংখ্যা ১৪ লাখ ৫০ হাজারের বেশি, সেখানে পাকিস্তানে এই সংখ্যা ৬ লাখ ৫০ হাজার।

বহরের আকার বিবেচনায় বিমানবাহিনীতেও ভারত অনেক এগিয়ে। দেশটির রয়েছে ২০০০-এর বেশি সামরিক বিমান, যার মধ্যে রয়েছে রাফায়েল, মিগ, মিরাজ এবং সুখোই-এর মতো অত্যাধুনিক ফাইটার জেট। এসবের মাধ্যমে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়েছে অত্যন্ত শক্তিশালী। অপরদিকে পাকিস্তানের রয়েছে এফ-৬, মিরাজ এবং জেএফ-১৭ থান্ডার ফাইটার জেট।

নৌবাহিনীতেও পাকিস্তানের চেয়ে অনেক শক্তিশালী ভারত। দুটি বিমানবাহী রণতরি এবং ১৮টি সাবমেরিন নিয়ে ভারত বিশ্বের অন্যতম নৌ পরাশক্তি। এছাড়া ফ্রিগেট, ডেস্ট্রয়ারসহ ভারতের রয়েছে প্রায় ৩০০টি সামরিক জাহাজ। পাকিস্তানের নৌবাহিনীতে নেই কোনো রণতরি, আছে মাত্র ৮টি সাবমেরিন এবং মোট সামরিক জাহাজের সংখ্যা ১২১টি।

আর্টিলারি এবং আর্মার ডিভিশনেও ভারত এগিয়ে। দেশটির ট্যাংকের সংখ্যা ৪০০০-এর বেশি, যেখানে পাকিস্তানের ট্যাংক রয়েছে প্রায় ২৬০০টি। ভারতের এপিসি (Armoured Personnel Carrier) রয়েছে প্রায় ১.৫ লাখ, পাকিস্তানের রয়েছে মাত্র ১৭,০০০-এর কিছু বেশি।

তবে পরমাণু অস্ত্রের সক্ষমতায় দুই দেশই সমান শক্তিশালী বলা চলে। ভারতের রয়েছে ১৭২টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের রয়েছে ১৭০টি। এই বিশাল সামরিক অবকাঠামোর কারণে ভারতের বার্ষিক সামরিক ব্যয়ও বেশি—৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের সামরিক ব্যয় মাত্র ১০.৩ বিলিয়ন ডলার।

তথ্যসূত্রঃ https://youtu.be/V9rMFGux2rg?si=MufflTu21wzICTY1

মারিয়া

×