ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা

প্রকাশিত: ১৮:০৭, ২৪ এপ্রিল ২০২৫

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা

ছবি : সংগৃহীত

কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। এ পরিস্থিতিতে পাকিস্তান করাচি উপকূলে ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোনে’ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এর আগেই টিলা রেঞ্জে সামরিক মহড়া চালায় পাকিস্তান।

এই হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত, সীমান্ত চেকপোস্ট বন্ধ এবং সার্ক ভিসা সুবিধা বাতিল। ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

মারিয়া

×