ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইসরাইলে একযোগে ভয়াবহ দাবানল!

প্রকাশিত: ১৪:৪৭, ২৪ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫২, ২৪ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্র-ইসরাইলে একযোগে ভয়াবহ দাবানল!

দাবানলের ভয়াবহতা চরমে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে। জোনসরোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে ১৩,০০০ একরের বেশি জমিতে। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনো পুরোপুরি নেভেনি।

এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও, দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আগুনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন।


যুক্তরাষ্ট্রের মতো একই সময়ে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে ইসরাইলও। বুধবার তাপমাত্রা চরমে ওঠার পর বেদশেমেজ শহরের বেশ কয়েকটি ঝোপঝাড়ে আগুন লাগে। তীব্র বাতাসে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাফতারুম এলাকায়।
পরিস্থিতির অবনতির কারণে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। আতঙ্কে গাড়িচালকরা যানবাহন ফেলে শহর ছাড়তে বাধ্য হন। রেললাইনের কাছেও আগুন ছড়িয়ে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

দাবানল পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হেলিকপ্টারসহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই প্রাকৃতিক দুর্যোগকে গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির "নির্মম ও নীরব প্রতিশোধ" হিসেবে ব্যাখ্যা করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলে একযোগে শুরু হওয়া এই দাবানল নতুন করে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং অঞ্চলভিত্তিক পরিবেশগত ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। প্রশাসন ও সাধারণ মানুষ উভয়ই এখন নজিরবিহীন এই পরিস্থিতির মুখোমুখি।

 

 

 

সূত্র:https://tinyurl.com/m55s7jvw

আফরোজা

×