ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক: আসছে ঘোষণা!

প্রকাশিত: ১৩:৩৬, ২৪ এপ্রিল ২০২৫

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক: আসছে ঘোষণা!

ছবি: সংগৃহীত

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীদের হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এ ঘটনার পর ভারত সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে, একই সঙ্গে দুই দেশের প্রধান স্থল সীমান্ত বন্ধসহ পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছে।

এই প্রেক্ষাপটে পাকিস্তান ভারতের ঘোষণাগুলোকে "শিশুসুলভ" এবং গুরুত্বহীন বলে মন্তব্য করেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, ভারতের এসব পদক্ষেপের জবাব দিতে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইসহাক দার বলেন, “ভারত প্রতিবারের মতো এবারও কাশ্মিরের হামলার দায় পাকিস্তানের ওপর চাপানোর চেষ্টা করছে। আমাদের জবাব কড়া হবে, সেটা কেউ অবহেলা করতে পারবে না।”

তিনি আরও বলেন, “সিন্ধু পানি চুক্তি নিয়ে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ভারতের যদি বাস্তবিক কোনো প্রমাণ থাকে, তাহলে সেটি সামনে আনুক।”

পাক-ভারত সম্পর্কের এমন সংকটময় সময়ে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ফারুক

×