
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকরা দিল্লির ভিসা ছাড়ের বিশেষ স্কিম বাতিলের পর দেশে ফিরে যেতে শুরু করেছেন।
ভারত সরকার গতকাল ঘোষণা দিয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
অন্যদিকে, বৈধ অনুমোদনপত্রসহ পাকিস্তানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ১ মে’র আগেই আটারি-ওয়াঘা সীমান্ত পথ দিয়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
মানসুর নামে এক পাকিস্তানি নাগরিক, যিনি আত্মীয়দের দেখতে দিল্লিতে এসেছিলেন, বলেন—এই সিদ্ধান্তে তিনি মর্মাহত।
"যেটা পহেলগাঁওয়ে ঘটেছে, তা দুঃখজনক," তিনি পিটিআই সংবাদ সংস্থাকে বলেন। "তবে, সরকারের উচিত ছিল না এই ভিসা স্কিম বাতিল করা।"
শেইতান সিং নামে রাজস্থানের এক ভারতীয় নাগরিক, যিনি আজ পাকিস্তানে গিয়ে বিয়ে করার কথা ছিল, এখন অনিশ্চয়তায় ভুগছেন। "সীমান্ত বন্ধ... এখন দেখা যাক কী হয়," তিনি বলেন।
সূত্র: https://www.bbc.com/news/live/c8x8yqwzznqt
আবীর