
ছবিঃ সংগৃহীত
গাজা উপত্যকায় দিন-রাতের নিরবচ্ছিন্ন বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় সবকিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে হাজার হাজার মানুষের নিথর দেহ এবং নিঃস্ব, গৃহহীন মানুষের অসহায় আর্তনাদ।
ধ্বংসাবশেষ সরিয়ে মৃতদেহ উদ্ধার করতে যেসব বুলডোজার ও উদ্ধারকারী যান ব্যবহার করা হচ্ছিল, সেগুলোও ইসরায়েলি বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের মতে, ট্যাংক, যুদ্ধবিমান ও সামরিক নৌযান থেকে চালানো হামলায় ঘরবাড়ি, রাস্তাঘাট ও শরণার্থী শিবিরসহ সব অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কংক্রিটের নিচে কেউ জীবিত থাকলেও তাকে উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
ইসরায়েল মার্চের শুরু থেকে গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ থেকে তারা ফের ভয়াবহ হামলা শুরু করে। এখন পর্যন্ত এই সংঘাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি।
মুমু