ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ বড় সিদ্ধান্ত

প্রকাশিত: ২৩:১২, ২৩ এপ্রিল ২০২৫

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ বড় সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত।

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নিহত ২৬ পর্যটকের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে পাঁচটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ে এসব পদক্ষেপের ঘোষণা দেয়।

ঘোষিত পাঁচটি পদক্ষেপ:
১. সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল:
১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তি বাতিল করে দিল্লি। এতে করে পাকিস্তানের নদীতীরবর্তী অঞ্চলগুলো চরম পানি সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

২. সার্ক ভিসা স্থগিত:
পাকিস্তানের কোনো নাগরিকের জন্য আর ‘সার্ক ভিসা’ ইস্যু করা হবে না বলে জানানো হয়।

৩. আটারি সীমান্ত বন্ধ:
ভারত-পাকিস্তান সংযোগকারী আটারি সীমান্ত পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

৪. হাইকমিশনার প্রত্যাহার:
ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের ফিরিয়ে আনা হবে।

৫. পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল:
ভারতের ভিসাধারী সব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন এলাকায় পর্যটকদের লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালায়। এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন বিদেশি পর্যটক রয়েছেন—একজন সংযুক্ত আরব আমিরাতের এবং অন্যজন নেপালের নাগরিক।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হামলার দায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বা’র শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) এর ওপর চাপিয়েছে। সংস্থাটির দাবি, সংগঠনটি হামলার দায় স্বীকার করেছে। যদিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ দাবি এখনও নিশ্চিতভাবে প্রকাশিত হয়নি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে ভারতের পক্ষ থেকে দায় চাপানোর প্রতিবাদ জানিয়েছে। তবে দিল্লির অভিযোগ ও পদক্ষেপের পর দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।

নুসরাত

×