
ছবি সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্যতিক্রমী উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি হোয়াইট হাউসের উত্তর ও দক্ষিণ প্রান্তে ব্যক্তিগত অর্থায়নে ১০০ ফুট উচ্চতার দুটি পতাকা-স্তম্ভ স্থাপন করার ঘোষণা দিয়েছেন এবং সেখানে দৃষ্টিনন্দন ‘টপ–অফ–দ্য–লাইন’ মার্কিন পতাকা ওড়াবেন।
মঙ্গলবার বিকেলে হোয়াইট হাউসের উত্তর লনে হঠাৎই ট্রাম্পকে দেখা যায় প্রধান গ্রাউন্ডস–কিপার ডেল হ্যানিকে সঙ্গে। সেই সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “দুটি সৌন্দর্যমণ্ডিত প্রায় ১০০ ফুট উচ্চতার আমেরিকান পতাকা তুলছি। এ পাশে একটি, আরেকটা বিপরীত পাশে, দুটিই আমার নিজের টাকায়।”
এর আগে, ফ্লোরিডার মার‑আ‑লাগো রিসোর্টে বিশাল আকারের জাতীয় পতাকা স্থাপন করে নজর কাড়েন ট্রাম্প। হোয়াইট হাউসের এই পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “এগুলো হবে সত্যিকারের ‘শ্রেষ্ঠ’ পতাকা‑স্তম্ভ, যা ভিজিটরদের নজর কাড়বে।”
আশিক