
ছবি: সংগৃহীত।
কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বর্বর সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। মঙ্গলবারের এই হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও নেপালের দুই নাগরিক।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমবেদনা জানান এবং হামলার নিন্দা জানান। তিনি দায়ীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেন, "এই নৃশংস অপরাধের কোনো যুক্তি নেই। আমরা আশা করি, যারা এই অপরাধ করেছে, তারা উপযুক্ত শাস্তির মুখোমুখি হবে।" পাশাপাশি তিনি ভারত সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বৈঠক করেন। কাশ্মীরে সরেজমিনে পৌঁছান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠক করেন।
সন্ত্রাসী এই হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইসরাইল, ইতালি, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশ। আন্তর্জাতিক সম্প্রদায় জোরালোভাবে এই হামলার ন্যায়বিচার দাবি করেছে।
সূত্র: এনডিটিভি
নুসরাত