ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বিয়ের দিন কনের বদলে পিঁড়িতে বসলেন বিধবা মা, বর হতভম্ব

প্রকাশিত: ২১:৩৫, ২৩ এপ্রিল ২০২৫

বিয়ের দিন কনের বদলে পিঁড়িতে বসলেন বিধবা মা, বর হতভম্ব

ভারতের উত্তর প্রদেশের মীরাট জেলার ব্রহ্মপুরীতে এক বিয়ের আসরে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। মেয়েকে ঘিরে চলছিল বিয়ের সমস্ত আয়োজন, কিন্তু শেষপর্যন্ত দেখা গেল বিয়ে হয়ে গেছে তার মায়ের সঙ্গে!

ঘটনাটি ঘটে ৩১ মার্চ। ২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের সঙ্গে শামলি জেলার ২১ বছর বয়সী মানতাশার বিয়ে ঠিক হয়েছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের সময় কাজি যখন কনের নাম “তাহিরা” বলেন, তখনই আজিমের মনে সন্দেহ জাগে। যদিও সে মুহূর্তে তিনি কিছু না বলে চুপ থাকেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কনের ঘোমটা উঠতেই বেরিয়ে আসে চমকপ্রদ সত্য—ঘোমটার আড়ালে ছিলেন মানতাশার মা, ৪৫ বছর বয়সী বিধবা তাহিরা। আজিমের দাবি, এই বিয়ে ছিল পরিকল্পিত প্রতারণা।

আজিম অভিযোগ করেন, তার ভাই নাদিম ও ভাবি সাইদা মিলে এই ফাঁদ পেতেছিলেন। ৫ লাখ টাকার বিনিময়ে এই বিয়ে সম্পন্ন করা হয়। তিনি অভিযোগ করেন, বিয়েতে আপত্তি জানালে তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়।

ঘটনার পর আজিম থানায় অভিযোগ দায়ের করেন। তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, দুই পক্ষের মধ্যে আপসে মীমাংসা হয়েছে এবং আজিম তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন।

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। অনেকেই একে "বাস্তবের সিনেমা" বলে আখ্যা দেন।

রাজু

×