ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাত্রা, যা জানা জরুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:২৯, ২৩ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে রোমে যাত্রা, যা জানা জরুরি

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ ক্যাথলিকসহ অসংখ্য মানুষ রোমমুখী হচ্ছেন পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে।  প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে শনিবার, ২৬ এপ্রিল সকাল ১০টায়।

তাঁর উদার নীতিমালা ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার অভ্যাসের কারণে, শুধুমাত্র ক্যাথলিক নয়, অনেক অ-ক্যাথলিকও তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে চাইবেন। ইতোমধ্যেই ইটালিতে বিদেশি পর্যটকের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। ভ্যাটিকানের জুবিলি উপলক্ষে এবার রোমে ভিড় আরও বেশি — যেখানে ২০২৪ সালে ৩৭.৩ মিলিয়ন দর্শনার্থীর পাশাপাশি এ বছর প্রায় ৩২ মিলিয়ন তীর্থযাত্রীর আগমন প্রত্যাশিত।

অন্ত্যেষ্টিক্রিয়ার সূচি

পোপের কফিন ২৩ এপ্রিল বুধবার সকালে তাঁর বাসস্থান 'Casa Santa Marta' থেকে স্থানান্তরিত হয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় নেওয়া হয়। এরপর তিনদিন জনগণের জন্য কফিন দর্শনের সুযোগ থাকবে:

  • বুধবার (২৩ এপ্রিল): মধ্যরাত পর্যন্ত

  • বৃহস্পতিবার (২৪ এপ্রিল): সকাল ৭টা থেকে মধ্যরাত

  • শুক্রবার (২৫ এপ্রিল): সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত
    সন্ধ্যা ৮টায় কফিন বন্ধ করার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।

২৬ এপ্রিল শনিবার সকাল ১০টায় সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হবে শেষকৃত্য। জনসাধারণের জন্য উন্মুক্ত হলেও দীর্ঘ লাইনের প্রস্তুতি নেওয়া উচিত। অনুষ্ঠান শেষে কফিন আবার ব্যাসিলিকার ভিতরে নেওয়া হবে এবং সেখান থেকে পোপ ফ্রান্সিসের শেষ ঠিকানা সান্তা মারিয়া ম্যাজিওরে ব্যাসিলিকাতে স্থানান্তর করা হবে। এটি ভ্যাটিকানের প্রায় দুই মাইল পূর্বে অবস্থিত।

পোপের ইচ্ছানুসারে সাদামাটা অন্ত্যেষ্টিক্রিয়া

পোপ ফ্রান্সিস ২০২৪ সালে 'Ordo Exsequiarum Romani Pontificis'-এর হালনাগাদ সংস্করণ অনুমোদন করেন এবং তাঁর আত্মজীবনী "Hope"-এ লেখেন যে, ঐতিহ্যবাহী অন্ত্যেষ্টিক্রিয়া "অতিরিক্ত" মনে হওয়ায় তিনি তা হালকা করার ব্যবস্থা নেন। তিনি নিজেই তাঁর সমাধিস্থলের স্থান নির্ধারণ করেন এবং শত বছরের মধ্যে তিনিই প্রথম পোপ যিনি ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ হবেন।

শোকাবহ সময়সূচি ও পোপ নির্বাচনী প্রক্রিয়া

ভ্যাটিকানের নিয়ম অনুসারে, পোপের মৃত্যুর ৪ থেকে ৬ দিনের মধ্যে তাঁকে সমাধিস্থ করতে হয়। এরপর শুরু হয় ৯ দিনের আনুষ্ঠানিক শোকানুষ্ঠান — "Novendiales", যা ৪ মে পর্যন্ত চলবে।

এই সময়েই বিশ্বজুড়ে থাকা কার্ডিনালরা রোমে এসে উপস্থিত হবেন পোপ নির্বাচনের জন্য। নির্বাচন প্রক্রিয়া শুরু হবে অন্তত ১৫ দিন পর (৬ মে’র আগে নয়)। নির্বাচনের দিনগুলোতে জনগণ সেন্ট পিটার্স স্কয়ারে ভিড় করেন, অপেক্ষায় থাকেন সাদা ধোঁয়ার — নতুন পোপ নির্বাচিত হওয়ার প্রতীক।

রোমে যাত্রা ও থাকার ব্যবস্থা

রোমে দুটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে — ফিউমিচিনো (Fiumicino) এবং চিয়াম্পিনো (Ciampino)। ফিউমিচিনো থেকে প্রতি ১৫ মিনিটে ট্রেনে টার্মিনি স্টেশনে পৌঁছানো যায়। ট্যাক্সি ভাড়া নির্ধারিত — ৫৫ ইউরো। চিয়াম্পিনো থেকে ট্যাক্সি ভাড়া ৪০ ইউরো।

রোমের কেন্দ্রীয় টার্মিনি স্টেশন ইটালির দ্রুতগতির রেল সংযোগে যুক্ত, ফলে মিলান থেকে সাড়ে তিন ঘণ্টা এবং নেপলস থেকে এক ঘণ্টায় যাওয়া যায়।

হোটেল বুকিং ইতোমধ্যেই জুবিলির কারণে কঠিন হয়ে উঠেছে। তবে প্রাটি (Prati), কাম্পো মারজিও (Campo Marzio) বা পিয়াজা দে নাভোনা (Piazza Navona) এলাকার হোটেলগুলো কাছাকাছি ও হেঁটে যাতায়াতযোগ্য।

বর্তমানে হোটেলগুলোর ভাড়া অনেক বেড়ে গেছে। যেমন, বিলাসবহুল Bvlgari Hotel-এ তিন রাতের জন্য ভাড়া ৮,৩১০ ইউরো। তবে মধ্যম মানের হোটেলগুলোতে এখনো কিছু জায়গা মিলছে। উদাহরণস্বরূপ, Hotel Lancelot, একটি পারিবারিক তিন তারকা হোটেল, তিন রাতের জন্য ৪২০ ইউরো ধার্য করেছে।

ভ্যাটিকান দর্শন নয়, সম্মান প্রদর্শন

এই সময়ে ভ্যাটিকান সিটি মূলত ধর্মীয় আয়োজনে ব্যস্ত থাকবে। সিস্টিন চ্যাপেল, সেন্ট পিটার্স ব্যাসিলিকা — সব পর্যটন স্থান বন্ধ থাকবে। তবে রোমের অন্যান্য ঐতিহাসিক গির্জা ও পোপ-সম্পর্কিত স্থানগুলো দর্শনযোগ্য থাকবে:

  • Castel Sant’Angelo (পোপ ক্লেমেন্ট সপ্তমের আশ্রয়স্থল)

  • San Giovanni in Laterano, Santa Maria Maggiore, San Paolo Fuori le Mura — তিনটি প্রধান ‘পাপাল’ ব্যাসিলিকা

  • San Pietro in Vincoli-এ মাইকেলেঞ্জেলোর মোসেস মূর্তি

  • Santa Maria degli AngeliSanta Maria Sopra Minerva-এ তাঁর অনন্য শিল্পকর্ম

শহীদ

×