
ছবি সংগৃহীত
কাশ্মীরের পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সন্ধ্যায় নিজের সরকারি বাসভবনে উচ্চ পর্যায়ের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (সিসিএস) এর জরুরি বৈঠক আহ্বান করেছেন।
বৈঠক কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই হামলাটি কাশ্মীরে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।
বৈঠকে উপস্থিত রয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যান্য মন্ত্রীবর্গ এবং ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা।
এদিকে, বুধবার সকালে প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দিল্লি ফিরে আসেন। দিল্লি বিমানবন্দরে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA), পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। সূত্র: আল জাজিরা
আশিক