ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কাশ্মীরের সেই ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ

প্রকাশিত: ১৮:২১, ২৩ এপ্রিল ২০২৫

কাশ্মীরের সেই ভয়াবহ হামলার ভিডিও প্রকাশ

ছবি সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাহালগামে মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ভারত সরকার।

এনডিটিভির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার সময় আতঙ্কিত পর্যটকরা দিগ্বিদিক ছুটোছুটি করছেন, কেউ কেউ আতঙ্কে চিৎকার করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাইসারন তৃণভূমির কাছে জঙ্গল থেকে বেরিয়ে আসা চার বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়, যার ফলে মুহূর্তেই ২৬ জন প্রাণ হারান।

পর্যটকদের জন্য পরিচিত বাইসারন তৃণভূমিতে কোনো যানবাহন চলে না; ঘোড়ায় চড়েই সেখানে যেতে হয়। ঘটনার পর আহতদের অনেককেই ঘোড়ায় করে নিরাপদ স্থানে ও চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাদের ধরতে ইতোমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা মূলত পুরুষ ও অমুসলিমদের লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে একজন স্থানীয় মুসলিম ব্যবসায়ীও নিহত হয়েছেন।

এখনও পর্যন্ত ভারত সরকার এ হামলার দায় কোনো গোষ্ঠীর ওপর আনুষ্ঠানিকভাবে চাপায়নি। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে জানান, “এই বর্বরোচিত হামলার নেপথ্যে যারা আছে, তারা শিগগিরই কঠোর জবাব পাবে। হামলাকারীদের বিচারের মুখোমুখি করা হবে।”

আশিক

×