ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভারতের নিষেধাজ্ঞায় কাশ্মিরের হামলাস্থলে ঢুকতে পারলেন না সাংবাদিকরা

প্রকাশিত: ১৭:৪৫, ২৩ এপ্রিল ২০২৫

ভারতের নিষেধাজ্ঞায় কাশ্মিরের হামলাস্থলে ঢুকতে পারলেন না সাংবাদিকরা

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনিন্দ্যসুন্দর পর্যটন এলাকা পাহালগামে মঙ্গলবার (২২ এপ্রিল) ভয়াবহ এক সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন, যাদের সবাই পর্যটক ছিলেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন একজন স্থানীয় মুসলিম যুবক, যিনি পেশায় পর্যটকদের ঘোড়ায় চড়িয়ে ভ্রমণ করাতেন।

জানা গেছে, পাহালগামের বৈসারান তৃণভূমিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে হামলার পর থেকেই ঘটনাস্থলে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিবিসির সাংবাদিক যোগিতা লিমায়ে জানিয়েছেন, বুধবার (২৩ এপ্রিল) তিনি ঘটনাস্থলে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন এবং বর্তমানে ঘটনাস্থল থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

যোগিতা আরও জানান, সাংবাদিকদের নিরাপত্তা বেষ্টনি পার হতে দেওয়া হচ্ছে না, যদিও সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। এমনকি আহতদের চিকিৎসার জন্য যে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে যাওয়ার সুযোগও পাননি তারা।

তবে সাংবাদিকদের ওপর বিধিনিষেধ জারির আগেই কিছু সংবাদকর্মী গত রাতেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন বলে জানান যোগিতা।

বিবিসি আরও জানায়, কাশ্মির অঞ্চলে সাংবাদিকতা আগেও চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে পাঁচ বছর আগে জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন বাতিল করে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার পর থেকে সেখানে স্বাধীন সাংবাদিকতা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে।   

আসিফ

×