
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাউয়েলকে বরখাস্ত করার তাঁর কোনো পরিকল্পনা নেই। সুদের হার না কমানোয় কয়েকদিন ধরে চলমান সমালোচনার মুখে পড়া এই কেন্দ্রীয় ব্যাংক প্রধানকে নিয়ে অবশেষে ট্রাম্প নমনীয় অবস্থান গ্রহণ করলেন।
“আমি তাঁকে বরখাস্ত করার কোনো ইচ্ছা রাখি না,” মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, “আমি চাই, তিনি যেন সুদের হার কমানোর বিষয়ে একটু বেশি সক্রিয় হন।”
ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের ফলে তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রভাব পড়ে ওয়াল স্ট্রিটে। মঙ্গলবার সন্ধ্যায় লেনদেন পুনরায় শুরু হওয়ার পর শেয়ারবাজারের সূচক প্রায় ২ শতাংশ বেড়ে যায়। এর আগে ইস্টার ছুটির সপ্তাহান্তে প্রেসিডেন্ট বারবার পাউয়েলকে সমালোচনা করে বলেছিলেন, তাঁর আমলে সুদের হার আরও কমানো উচিত ছিল। সোমবার ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন শেয়ারবাজার, বন্ড এবং ডলারের মান একযোগে পতনের মুখে পড়ে।
শহীদ