
ছবি: সংগৃহীত
গাজা নগরীর একটি স্কুল, যা যুদ্ধের কারণে আশ্রয়কেন্দ্রে রূপান্তরিত হয়েছিল, সেখানে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ভয়াবহ আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আগুনে পুড়ে যাওয়া একটি শিশুও রয়েছে।
এই হামলা আসে এমন এক দিনে, যখন টানা ইসরায়েলি বোমাবর্ষণে অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হন। গাজা নগরীর এল দোরা শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয় এবং উদ্ধারকাজে ব্যবহৃত বুলডোজারগুলো ধ্বংস করে দেওয়া হয়।
এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধে একটি সমাধানে পৌঁছাতে দোহা এখনো মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
সূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/4/23/live-israel-attacks-childrens-hospital-in-gaza-polio-campaign-at-a-halt
আবীর