
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পরপরই সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালেই দিল্লি বিমানবন্দরে নেমেই কোনো বিলম্ব না করে কাশ্মীর পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
সরকারি সূত্রগুলো জানায়, হামলার পরবর্তী প্রতিক্রিয়া, তদন্ত এবং সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা জোরদার নিয়ে মূলত আলোচনা হয় বৈঠকে।
সফরসূচি অনুযায়ী মোদির দিল্লি ফেরার কথা ছিল বুধবার রাত। তবে মঙ্গলবার বিকেলে অনন্তনাগ জেলার পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার খবর পাওয়ার পরই সিদ্ধান্ত বদলান তিনি। সৌদি আরবের যুবরাজ সালমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন মোদি, কিন্তু সেই সফর অসমাপ্ত রেখেই মঙ্গলবার রাতের মধ্যেই রওনা হন দিল্লির উদ্দেশে।
ফুয়াদ