ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

’যাও মোদীকে বোলো এটা’..স্বামীকে গুলি করে স্ত্রীকে কড়া বার্তা জঙ্গিদের

প্রকাশিত: ১০:০৭, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১০:১৪, ২৩ এপ্রিল ২০২৫

’যাও মোদীকে বোলো এটা’..স্বামীকে গুলি করে স্ত্রীকে কড়া বার্তা জঙ্গিদের

ছবি : সংগৃহীত

মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের ওপর গুলি চালিয়ে ফের সন্ত্রাসী হামলা জঙ্গিদের। ভূস্বর্গের বুকে এক রক্তাক্ত অধ্যায়ে নির্বিচারে পর্যটকদের ওপর জঙ্গিরা গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। সেখানে কর্ণাটকের শিবমোগ্গার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে খবর। বহুজন আহত হয়েছেন এই ঘটনায়। গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে ভারত, নিন্দার ঝড় সব মহলে।

 

এরই মাঝে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে উঠে এল আরও খবর। গুলি চালানোর আগে ঠিক কী বলেছিল জঙ্গিরা?
কাশ্মীরের পহেলগামে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়ছে কর্ণাটকের ব্যবসায়ী মঞ্জুনাথের। এপর্যন্ত যা খবর মিলেছে, তাতে পাক মদতপুষ্ট লস্কর-ই-তৈবার একটি অংশ রেজিসটেন্ট ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে।

 

পহেলগামের যে বাইসরানে এই গুলি চালনার ঘটনা ঘটে যায়। কর্ণাটকের যে ব্যবসায়ীর এই ঘটনায় মৃত্যু হয়েছে, তাঁর স্ত্রী পল্লবী বলছেন,' আমরা তিনজন.. আমি আমার স্বামী আর আমার ছেলে কাশ্মীরে বেড়াতে আসি। এটা বেলা ১.৩০ মিনিট নাগাদ ঘটে। আমরা পহেলগামে ছিলাম। উনি ঘটনাস্থলে আমার চোখের সামনে মারা যান।' চোখের জল সামলে তিনি বলছেন,' এখনও মনে হচ্ছে এটা দুঃস্বপ্ন।' তিনি জানান, ঘটনার পরই ৩ জন স্থানীয় এগিয়ে আসেন। সাহায্য করেন তাঁরা। তিনি বলছেন, '৩ থেকে ৪ জন ছিল হামলাকারীরা। আমি বলেছিলাম, আমায় মারো, আমার স্বামীকে তো মেরেই দিয়েছ। ওদের একজন বলল, তোমাকে মারব না… যাও এটা গিয়ে বলো মোদীকে।'

 


প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পহেলগামে যে জায়গায় পর্যটকদের ভিড় হয়, সেই জায়গার আশেপাশে কোনও জঙ্গলে লুকিয়ে ছিল জঙ্গিরা। সেখান থেকেই তারা এসে গুলি চালাতে থাকে। বেশ কিছু রিপোর্টের দাবি, ২০র বেশি জন আহত হয়েছেন। ইতিমধ্যেই এলাকা জুড়ে সিআরপিএফ, সেনা, নিরাপত্তা বাহিনী মোতায়েন হয়েছে। শুরু হয়ে গিয়েছে জঙ্গি দমন অভিযান।

 

সূত্র: হিন্দুস্থান টাইমস

আঁখি

×