ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, ভারতের জন্য কৌশলগত হুমকি?

প্রকাশিত: ০৬:০৬, ২৩ এপ্রিল ২০২৫

মালদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ, ভারতের জন্য কৌশলগত হুমকি?

ছবি: প্রতীকী

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মনে করেন, মুসলিম বিশ্বে নেতৃত্ব দিতে পারার সক্ষমতা একমাত্র তুরস্কেরই রয়েছে। মুসলিম বিশ্বের নেতৃত্বের স্বপ্ন এবং সাম্রাজ্য বিস্তারের অংশ হিসেবেই হয়তো ভারত মহাসাগরে সক্রিয় হচ্ছে তুরস্ক।

এর অংশ হিসেবে মালদ্বীপকে একটি যুদ্ধজাহাজ হস্তান্তর করতে যাচ্ছে এরদোয়ান সরকার। বিষয়টি ভারতের জন্য বিশেষ কৌশলগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ভারতবিরোধী হিসেবে বিবেচনা করা হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, তারা মালদ্বীপকে একটি দোগান শ্রেণির দ্রুত আক্রমণে সক্ষম যুদ্ধজাহাজ টিসিজি ভলকান (P343) প্রদান করবে। যুদ্ধজাহাজটি বর্তমানে ইস্তানবুলের নৌঘাঁটিতে প্রস্তুত করা হচ্ছে এবং জুন মাস নাগাদ মালদ্বীপে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। মালদ্বীপের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই থেকে এটি কোস্টগার্ড ইউনিটে যুক্ত হবে।

জাহাজ পরিচালনার জন্য ইতোমধ্যে মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর ১৯ সদস্যকে তুরস্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জাহাজটি প্রথম কমিশন করা হয় ১৯৮১ সালে এবং এটি জার্মানির FPB-57 ডিজাইনের ভিত্তিতে নির্মিত। এতে রয়েছে দুটি হারপুন ক্ষেপণাস্ত্র, একটি ৭৬ মিমি অটোমেলারা নেভাল গান, এবং দুটি ওয়ারলিকান বিমান বিধ্বংসী টারেট। তবে যুদ্ধজাহাজ মালদ্বীপে হস্তান্তরের আগে হারপুন ক্ষেপণাস্ত্র সরানো হতে পারে বলে জানা গেছে।

এই পদক্ষেপকে বিশ্লেষকরা এরদোয়ানের বৃহত্তর ভূ-রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন। এর আগেও মালদ্বীপ তুরস্কের কাছ থেকে ড্রোন সংগ্রহ করেছে। চলতি বছরের শুরুতে এরদোয়ানের পাকিস্তান সফরের সময় কাশ্মীর ইস্যুতে তাঁর মন্তব্যে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তখন এরদোয়ান বলেছিলেন, কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের তত্ত্বাবধানে আলোচনার মাধ্যমে হওয়া উচিত।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6tkZP0GloDU

রাকিব

×