
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আল আকসা মসজিদ ধ্বংসের একটি ভিডিও নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি ইসরায়েলের এক উগ্র ডানপন্থি গোষ্ঠী এই ভিডিও প্রকাশ করে।
ভিডিওটিতে দেখা যায়, জেরুজালেমে অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ‘থার্ড টেম্পল’ নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে।
এই ভিডিও সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন আরব দেশ। কাতার সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এমন উসকানিমূলক ভিডিও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়িয়ে তুলতে পারে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের প্রচারণা রোধে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে ‘ইসরায়েলি উগ্রবাদীদের পরিকল্পিত অপচেষ্টা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, এই ভিডিও ইসরায়েলের দিক থেকে ফিলিস্তিনিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার আরেকটি উদাহরণ।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন স্পর্শকাতর এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও তৈরি ও প্রচার ভবিষ্যতে আরও বড় সংকট সৃষ্টি করতে পারে।
সূত্র: https://www.youtube.com/watch?v=jMuZ9zqPK-Q
রাকিব