ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিশ্ব অর্থনীতির অস্থির সময়ে রাশিয়ার রুবল ২০২৫ সালের সবচেয়ে সফল মুদ্রা

প্রকাশিত: ০১:০৩, ২৩ এপ্রিল ২০২৫

বিশ্ব অর্থনীতির অস্থির সময়ে রাশিয়ার রুবল ২০২৫ সালের সবচেয়ে সফল মুদ্রা

বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার মধ্যেই ২০২৫ সালের সবচেয়ে সফল মুদ্রা হিসেবে অপ্রত্যাশিতভাবে উঠে এসেছে রাশিয়ার রুবল। যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রুবলের এই উত্থান এতটাই শক্তিশালী যে তা ছাড়িয়ে গেছে ঐতিহ্যবাহী নিরাপদ সম্পদ—স্বর্ণকেও।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে ওভার দ্য কাউন্টার মার্কেটে ডলারের তুলনায় প্রায় ৩৮ শতাংশ শক্তিশালী হয়েছে রুবল।
অন্যদিকে, ডলারের ওপর চাপ বেড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ ও নীতিগত অস্থিরতার কারণে।

রুবলের উত্থানের পেছনে অভ্যন্তরীণ কারণ
বিশ্লেষক সোফিয়া দনেতস্ক জানান, রাশিয়া অন্যান্য উদীয়মান অর্থনীতির মতো পুঁজি প্রস্থান সমস্যায় ভুগছে না। বরং ২১ শতাংশ উচ্চ সুদের হার, কার্যকর ক্যাপিটাল কন্ট্রোল, এবং বৈদেশিক মুদ্রা বিক্রির বাধ্যবাধকতা রুবলকে বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

নিষেধাজ্ঞার মাঝেও বিনিয়োগে আগ্রহ
ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা চললেও, ট্রাম্প প্রশাসনের কিছু নীতিগত নমনীয়তা রাশিয়ার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন দুবাই-ভিত্তিক বিশ্লেষক ইসকান্দার লুতস্কো। তিনি বলেন, উচ্চ সুদের হার রুবলকে ক্যারি ট্রেড বিনিয়োগকারীদের পছন্দের মুদ্রাতে পরিণত করেছে।

ডলারের পতন ও সোনায় ঝুঁকছেন বিনিয়োগকারীরা
ডলারের অবস্থান দুর্বল হওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্রের অস্থির অর্থনৈতিক নীতিমালা। ফলে মার্কিন ট্রেজারি বন্ড এবং ডলার এখন আর আগের মতো নিরাপদ মনে করছেন না অনেকেই। এর ফলেই সোনার দাম বেড়ে বছরের শুরু থেকে ২৩ শতাংশ ঊর্ধ্বে।

রুশ অভ্যন্তরীণ বাজারে রুবলের দাম কিছুটা কম
রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে রুবলের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ, তবে তা আন্তর্জাতিক বাজারের তুলনায় কম। কারণ, বছরের শুরুতে ছুটির কারণে দেশীয় ও আন্তর্জাতিক এক্সচেঞ্জ রেটের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে।

রুশ বাজেটে ধাক্কা
রুবলের এই অপ্রত্যাশিত শক্তিশালী হয়ে ওঠা রুশ সরকারকে কিছুটা অপ্রস্তুত করে দিয়েছে। সরকার ২০২৫ সালের বাজেট তৈরি করেছিল ৯৬.৫ রুবল প্রতি ডলার হিসেবে, যেখানে বর্তমান রেট ৮২ রুবলের কাছাকাছি। এর ফলে তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে রপ্তানি আয়ে সংকট তৈরি হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, রুবলের এই ঊর্ধ্বগতি থামার কোনো সম্ভাবনা আপাতত নেই। সুদহার কমার সম্ভাবনাও নেই সামনের ত্রৈমাসিকে। তাই রুবল আরও কিছু সময় বিশ্ব অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে—বিশেষ করে যখন ডলার নিজ অবস্থান হারাতে শুরু করেছে।

 

সূত্র ঃ https://www.youtube.com/watch?v=fWyzqGY6z5s

 

রাজু

×