ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, আগ্রহী নয় চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ২২ এপ্রিল ২০২৫

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক চান ট্রাম্প, আগ্রহী নয় চীন

শি জিনপিংয় ও ডোনাল্ড ট্রাম্প

বিকল্প কোনো পন্থায় নয়, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক করে বাণিজ্য চুক্তির বিষয়ে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী, বেজিং এমন আলোচনায় আগ্রহ প্রকাশ না করায় আটকে যাচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সমঝোতার সম্ভাবনা। খবর সিএমজির।
যুক্তরাষ্ট্র-চীন শুল্ক যুদ্ধে অস্থির বিশ্ব অর্থনীতি। চলছে পাল্টাপাল্টি পদক্ষেপ। সবশেষ চীনের ওপর ১৪৫ শতাংশ শুল্কারোপ করে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেন, কয়েক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি সম্ভব। অথচ বাস্তবে সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হচ্ছে। দুই দেশের এই উত্তেজনা নিরসনে এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

যদিও পলিটিকোর এক প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চালাতে বর্তমান মার্কিন প্রশাসন এখনো কাউকে নিয়োগ দেয়নি। চীনে মার্কিন রাষ্ট্রদূত নেই, আলোচনার জন্য নিযুক্ত নেই কোনো বিশেষ দূতও।  ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে অনানুষ্ঠানিক দূত হিসেবে কাজ করার মতো একাধিক ব্যক্তি আগ্রহ দেখালেও হোয়াইট হাউসের সাড়া মেলেনি।

এমনকি চীনা দূতাবাসের সঙ্গেও নেই আনুষ্ঠানিক যোগাযোগ। হোয়াইট হাউসের এমন নিষ্ক্রিয়তায় শঙ্কা প্রকাশ করেছেন কূটনীতিক ও বাণিজ্য বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম পলিটিকোকে এক সাবেক মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প চান না কেউ তার হয়ে বার্তা বহন করুক। তিনি নিজের মতো করে প্রেসিডেন্ট শির সঙ্গে সরাসরি আলোচনা চান।

×