ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মৃত্যুর আগে গাজা নিয়ে যা বলে গেছেন পোপ ফ্রান্সিস

প্রকাশিত: ১৭:৫৭, ২২ এপ্রিল ২০২৫

মৃত্যুর আগে গাজা নিয়ে যা বলে গেছেন পোপ ফ্রান্সিস

ছবি: সংগৃহীত।

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) ইহলোক ত্যাগ করেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

মৃত্যুর আগে ইস্টার সানডে উপলক্ষে দেওয়া নিজের শেষ ভাষণে পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জোরালো আহ্বান জানান এবং অবিলম্বে যুদ্ধবিরতির অনুরোধ করেন।

গত রোববার (২০ এপ্রিল) তিনি বলেন, “আমি যুদ্ধরত সব পক্ষের কাছে আবেদন জানাই— অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করুন, জিম্মিদের মুক্তি দিন এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের আকাঙ্ক্ষায় ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান।”

দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর ইস্টার সানডের আগের দিন তিনি ভ্যাটিকানে ফেরেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাঁড়িয়ে তিনি বিশ্ববাসীর উদ্দেশে আশীর্বাদ জানান এবং গাজার মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনা করে তিনি বলেন, “আমরা যেন ভুলে না যাই— মানবতা রক্ষা করার চেয়ে বড় কোনো ধর্ম নেই।” একই সঙ্গে তিনি হামাসের প্রতি অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেওয়ার অনুরোধ জানান এবং ইসরায়েলের প্রতি নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়ন বন্ধের আহ্বান জানান।

জীবনের শেষ দিনগুলোতেও পোপ ফ্রান্সিস গাজায় চলমান সংকটকে "চরম উদ্বেগজনক ও লজ্জাজনক" বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানান এবং একে সম্ভাব্য ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেন।

সায়মা ইসলাম

×