ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

আবারও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা: ফুঁসছেন শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৪:৫০, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৪, ২২ এপ্রিল ২০২৫

আবারও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা: ফুঁসছেন শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

কয়েকদিন আগেই বেশ কয়েকজন আন্তর্জাতিক শিক্ষার্থীর এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় এবং দুই চীনা শিক্ষার্থী৷আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ-১ ভিসা বাতিল করার অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও মামলার আসামি করা হয়েছে৷

গতকাল আবার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। অভিযোগ—সরকারি অনুদান বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। এই ঘটনার 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিলিয়ন ডলারের অনুদান কাটছাঁট ঠেকাতে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন রক্ষায় এই মামলা দায়ের করেছে হার্ভার্ড।

ফেডারেল আদালতে দাখিল করা মামলায় হার্ভার্ড কর্তৃপক্ষ উল্লেখ করেছে, “এই মামলা এমন এক প্রেক্ষাপটকে কেন্দ্র করে, যেখানে যুক্তরাষ্ট্র সরকার অনুদান বাতিল ও অন্যান্য চাপ প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে চাচ্ছে।”

বিশ্ববিদ্যালয়টির দাবি, এটি কেবল অর্থনৈতিক চাপ নয়—বরং উচ্চশিক্ষা ও গবেষণার স্বাধীনতায় এক ভয়ানক হস্তক্ষেপ। মামলায় আরও বলা হয়, প্রশাসন বিভিন্ন ইস্যুতে হুমকি দিয়ে এক প্রকার "নৈতিক সেন্সরশিপ" চালানোর চেষ্টা করছে।

এর আগে গত সপ্তাহেই ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের ২.২ বিলিয়ন ডলার ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করে। একইসঙ্গে করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের ফলে বহু গুরুত্বপূর্ণ গবেষণা থেমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে, যার মধ্যে রয়েছে: শিশু ক্যান্সার চিকিৎসা, আলঝেইমার ও পারকিনসন্স রোগ গবেষণা, উন্নততর স্বাস্থ্য প্রযুক্তি ও ওষুধ উদ্ভাবন।

হার্ভার্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম. গারবার বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে দেওয়া এক চিঠিতে বলেন, “সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী।”
তিনি আরও উল্লেখ করেন, “আমরা আইন মেনে চলব, কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার ও স্বায়ত্তশাসন থেকে একচুলও সরব না।”

মামলার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্যবিষয়ক কার্যক্রম ও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিয়ে প্রশাসনের আপত্তি।
 

ফারুক

×